• ঢাকা শনিবার
    ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

নতুন জীবন-আশা

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৯:৫৯ পিএম

নতুন জীবন-আশা

পদ্মা বোস

বসন্ত এলেই শিমুল আসে
পলাশ হাসে
ভাসে কোকিল সুর,

রঙ বদলে পর্ণমোচীর 
শুকনো পাতা 
বাতাস করে দূর।

বসন্ত এলেই মঞ্জরি আর
কচি পাতার 
গন্ধে যে রমরমা,

দগ্ধ তৃণে বাঁশের বনে
শুকনো পাতার
দুঃখ যত জমা।

বসন্ত এলেই প্রেমালাপে 
চড়ুই যুগল
বেহুশ বেসামাল,

মাঝ গগনে সূর্য এসে 
রৌদ্র তেজে 
কাটায় শীতের তাল।

বসন্ত এলেই কচি পটল 
ইঁচড় ঝাল
আলু সজনে ডাটা,

রূপ সাধনে ঘরের কোণে 
নর নারীর
কাঁচা হলুদ বাটা।

বসন্ত এলেই ফাগুন চৈত্রের 
আগুন রোদে 
বীজ বপনে চাষা,

দোল যাত্রা আবির খেলা
রঙের মেলা
নতুন জীবন-আশা।
আর্কাইভ