• ঢাকা বুধবার
    ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তোমার আকাশ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৬:২৩ পিএম

তোমার আকাশ

শিবাজী সান্যাল

আকাশ সাক্ষী রেখে, এক গৈরিক বিকেলে
রাঙা মেঘে ছেয়ে যাওয়া, যখন অস্তাচলে
হয়েছিলে সাথী। দেখেছি বারবার 
আকাশ করেছে উতলা তোমাকে, কারণে অকারণে।

সেবার এড়িয়ে বাড়ির ভিড়, চুপিসারে ছাদে
শুয়ে পাশাপাশি, বলেছিলে, ‘এখন দুষ্টুমি নয়,
তাকাও ওপরে, দেখ তারাদের বিচিত্র শোভা
অগণিত বিস্ময়, মুক্তো রাশি ছড়ানো আকাশে।’

সেই তুমি আকাশকন্যা, দিনদিন গেলে কত বদলে
কাছে থেকেও দূরত্ব বাড়ল ধীরে ধীরে 
পীরের মেলায় মানুষের ভিড়, চরকি, জোনাকি আলো
আমরা ঘুরছি দুজনে যেন অচেনা, বাকরুদ্ধ। 
ভাঙতে এই বরফের শীতলতা
কতগুলো ওড়া বেলুন কিনে দিলাম তোমাকে 
বেলুন ভালবাসতে বলে। 
কিছুক্ষণ সুতোগুলো রইলে ধরে, তারপর দিলে ছেড়ে
বললে, ‘অর্থহীন এসব, চাই না কিছুই।‘

লাল, নীল, সবুজ বেলুনগুলো
ভেসে গেল হাওয়ায় আকাশে, তোমার প্রিয় আকাশে
তাকালে না একবারও। আমি দেখলাম
আমাদের স্বপ্নের যত রঙ, সাজানো থরে থরে
ভেসে যাচ্ছে একে একে সুদূর আকাশে।

আর্কাইভ