• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোর বেলা

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২, ১০:৪৭ পিএম

ভোর বেলা

পদ্মা বোস

নিশির শিশির ভোর বেলাতে
কৃষ্ণচূড়ার গাছে 
কোকিল বসে ডাকছে ডালে
বারান্দার ওই কাছে। 
রাত ফুরালো আঁধার গেলো
ফর্সা প্রহর হলো
নিদ্রা ভেঙে লক্ষ্যে উঠে
দরজা এবার খোলো। 
ঘুম নহে আর ঘুঁচলো আঁধার 
চোখের পাতা তুলে
কর্মতে যাও খেতের মাঝে
ফটক ঘরের খুলে। 
সূর্য কিরণ আসবে দোরে
গাছের ফাঁকে ফাঁকে
ঘুম ভেঙেছে দেখছ সবার
শালিক পাখির ডাকে। 
পরিশ্রমে থাকলে সচল
সংগ্রামী সে হয়
কঠোর শ্রমী সংযমীরা
করবে ভুবন জয়। 
সারস পাখি যাচ্ছে উড়ে
লক্ষ্যে ঝাঁকে ঝাঁকে 
ঘুম ভাঙানো ডাকছে পেঁচা
বেনুর ফাঁকে ফাঁকে। 
ভোরের হাওয়ায় নদীর চরে 
দুলছে যে কাশফুল
ডুমুর গাছে ডাকছে বসে
ওই যেন বুলবুল।
 

আর্কাইভ