• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মনটা আমার উদাস বাউল

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ১১:২১ পিএম

মনটা আমার উদাস বাউল

মু আ কুদ্দুস

মনটা আমার উদাস বাউল

 

মনটা কখনো উদাস বাউল, ছন্নছাড়া, এলোমেলো

ভাঙা পথে হাঁটা,

মনটা আমার উদাস দুপুর- নুপুর ছাড়া

হালকা ঝড়ে মেঘটা যেন ফাঁটা, আহা...

এমন করে ছন্দ হারায় কেউ

সাগর যেমন ওগলে থাকে ঢেউ।

 

মনটা খুঁজে সুখ সারিগান যত

আইলা এসে ভেঙে দেয় তার ডানা,

বক বিকেলে মেঘরা ফিরে নীরে,

বৃষ্টি খোঁজে ঘাস বালিকা সিঁদুর মাখার লোভো, আহা...

এমন করে বৃষ্টি হলে ধুয়ে দিতেম আঁখি

ভোরের হাওয়ায় হতেম পরিযায়ী পাখি।

 

মনটা কখন একতারা হয়, নাইতে নামি একা

কখন বাজে জীবন বীণা

মনটা টানে আষাঢ় মেঘের ময়ুর জলে ভেজা, আহা...

দিনগুলো কী ঐরাবতের পীঠে- শৈল নয়তো হিরন্ময় হয়?

জীবন সেতো কচুপাতা নয়তো লাল শালুকের দীঘি

বর্ণচ্ছটা হয়তো কখন, মন পবনের বন,

উড়ে পরি -ঘুড়ে চলি, উদাস বাউল মন।

 

মনটা আমার আকাশ হলে জ্বালিয়ে দিতেম আলো-

থাকতো না আর সাঁঝের কালো,

মনটা আমার বিলিয়ে দিতাম, সেই অন্ধকারের কাছে,

আলো খেয়ে বলতো আমায়, আহা...

এত মিষ্টি তুমি সোনা রোদের সর

আজকে হলাম সবার আমি- ওম দেয়া এক খড়।

আর্কাইভ