• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ধূসর প্রান্তর

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ১১:৩৮ পিএম

ধূসর প্রান্তর

তানবীর সেখ

সৃষ্টির নিকট আলো নিয়ে,
সেজেছিল প্রথম ক্ষণের আসর,
অবুঝ প্রাণ সবুজ শতরঞ্জিতে,
এঁকেছিল বিশ্ব জয়ের প্রান্তর।

অন্তরে নৈসর্গিক স্পর্শের টানে,
আরম্ভের প্রভাত ছিল মধুর,
ঝাপসা সরণি উন্মোচন করে,
দৃষ্টি ছড়িয়েছিল দূর বহুদূর।

মাঝের ক্ষুদ্র ক্ষুদ্র পিপাসা,
প্রশমন করেছিল বৃষ্টির জল,
ইচ্ছেমতো স্রোতে ভেসে যেতে,
অনুভূতির ভেলা ছিল শ্রেষ্ঠ সম্বল।

পথের সাময়িক খুশির বিভোরে,
ছিল না পরিবর্তনের চেতনা,
প্রতিটি বানি শুধুই কথা ভেবে,
সংরক্ষণ শব্দকে করেছিল লাঞ্ছনা।

ধীরে ধীরে সব বন্ধন ভেঙে দিয়ে,
সময় দিলো অভাবনীয় অজস্র আঘাত,
অস্পষ্ট স্পন্দন স্পষ্ট শুনতে পেয়ে,
আজ আঁধার হয়েছে প্রতিটি প্রভাত।

সাজানো স্বপ্নগুলো আকাশে উবে,
অবশিষ্ট বসবাস আজ ধূসর প্রান্তর,
দিশেহারা হয়ে মুক্তি খোঁজের নেশায়,
ভিন্ন হয়ে চলছে দেহ আর অন্তর।

 

সাজেদ/
 

আর্কাইভ