• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অবিনশ্বর বন্ধন

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০৭:০৯ পিএম

অবিনশ্বর বন্ধন

নিজস্ব প্রতিবেদক

কিছু ‘মানুষ’ কিছু সম্পর্ক, কিছু আত্মা অবিনাশী কবিতার মতো, বহমান নদী হয়ে যায়। 
যেখানে মনুষ্যত্বের স্বীয় শক্তিতে অবিনশ্বর, 
যেখানে স্বার্থের দৈত্যরা মৃত, আস্হা আর আত্মা নিঃশ্বাস আর বিশ্বাস একীভূত,
নৈতিকতার দ্বৈরথে ইথার চৌম্বকে টানে হৃদয়ের অবগাহনে।
আত্মিক আবাহনে বাজে একই আত্মার বীণা, 
কল্যাণ চাই, নিঃশব্দে মুক্তি চাই মানবতার,
প্রাণের প্রণতি কেবল মানবিকতার তরে, এইতো ‘মানুষ’ 
যাপিত জীবন হারিয়ে যাবে পলকে 
হারাবে না সুকর্ম- সৃষ্টিশীলতা, হৃদয়ের অবিনশ্বর বন্ধন... তুমি কোথায় হারাবে? রয়ে যাবে অবিনশ্বর-
ধুলি ন্যায় আগন্তুক ক্ষণিকের যাত্রা বিরতীর জীবন স্টেশনে অম্লান স্মৃতির অনবদ্য পাতায়।

 

 

এনএমএম/

আর্কাইভ