• ঢাকা বুধবার
    ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অথৈ

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০৭:২৮ পিএম

অথৈ

সুস্মিতা দত্ত মুখার্জী

আজানা অনন্ত গতিপথে মিলিয়ে যাব।

নির্বাসনের শেষ সীমায় তোমার বাস

আমি ক্লান্ত পরিশ্রান্ত,

বিবর্ণ অবয়বের পাতায় নির্ভেজাল হাসি

মন খুলে দেখেছি ব্যথার কোলাহল।

গন্তব্যের ভেতর হারিয়ে ফেলেছি ঠিকানা

একটা ক্ষীণ আশাপথে গোপন রিপুর স্বপ্নপূরণ

অঝোরে ঝরে পড়লো ভালোবাসা...

এক পশলা প্রেমের উন্মাদনা

সবটুকু আবেশের উন্মাদনায় নির্বাক তৃপ্তি

তোমার আলোয় জ্যোৎস্নার অবতারণ।

সম্পর্কের নাম দিয়েছি অথৈ,

শব্দটুকু ছেঁকে নিলে শুধুই অনুরণন

এক চিলতে মুক্ত ভালোবাসায় নির্বাক অবগাহন।

আর্কাইভ