• ঢাকা মঙ্গলবার
    ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

অপেক্ষা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৭:৪৩ পিএম

অপেক্ষা

সুস্মিতা দত্ত মুখার্জী

অপেক্ষারও অপেক্ষা থাকে,
সময়ও থমকে যায় সময়ের জন্য 
ভাসা ভাসা চোখে স্বপ্নের জল ভরা 
ডুবন্ত চোখে কতদিন ঘুম আসেনি... 
ঝোড়ো হাওয়ায় উথাল পাথাল ঢেউ 
তছনছ করে যায় জীবন যৌবন। 
জীবন ভুলে রেখেছি কোথায় 
ঠিক মনে পড়ে না... 
চোখের ওপর জেগে রয় রাত জাগা দুটো চোখ 
সময়কে বলো একটু থামতে 
সময়েরও তো অসময় থাকে, 
শুষ্ক ঠোঁটে ভেজা লাল গোলাপের পাপড়ি 
থরে থরে সাজানো উষ্ণতার স্পর্শ 
পাথরের দেয়াল ভেদ করে পারাপার অসাধ্য। 
যেখানে থেমে ছিলাম চলতে চলতে 
এখনো মন সেখানেই জমা রয়েছে... 
কোনো পথের দিশা তো মিলবে 
যে পথ মিলবে তোমার পথে 
এটাই কি ভালোবাসা!
যেখানে সূর্যের উদয়াস্ত হয় না 
চাঁদের জোৎস্না অশ্রু ঝরায়, 
ভালোবাসার জন্য...

আর্কাইভ