• ঢাকা বুধবার
    ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উদভ্রান্তের রোজনামচা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৯:৫২ পিএম

উদভ্রান্তের রোজনামচা

ছবিঃ সিটি নিউজ ঢাকা

মোহাম্মদ আলী

হতে হবে রাজকবি--শাহনামা দু‍‍`এক-খানা, 
ট্যাকের যৎকিঞ্চিত ঢেলে , তবেই না ছাপাখানা ! 
মাথা নূয়ে সন্মাননা--কবির এটাই যোগ্য ঘরানা ;


নইলে----
হাট-বাজার কবিতা শোনেনা ; 

স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় -মেডিকেল কলেজ কবিতা বোঝেনা ;  

হাসপাতাল, ডাক্তার, ফার্মেসি এদের কবিতা শোনালে চিকিৎসাও হয়না ঔষুধও দেয়না ; 

ব্যাংক কবিতা শুনলে লোন দেয়না ; 

শেষে যাকে সব চেয়ে ভালোবেসে সর্বশ্রেষ্ঠ কবিতা রচিত হয়
সেও একজন বড়লোক,  সুদর্শন এবং কারের মালিককে বিয়ে করতে মুহুর্তও বিলম্ব করেনা । 

কবিতা কি তবে নিছক আবেগ-বিলাস ? রোমান্টিকতা ?  নাকি বইমেলার বানিজ্য পন্য ?

 

সাজেদ/

আর্কাইভ