
প্রকাশিত: জুন ৩, ২০২১, ০৯:১৭ পিএম
জনপ্রিয় সংগীত শিল্পী লাভলী দেবের নতুন গান রিলিজ
হয়েছে। ‘আমার বন্ধু মহাযাদু জানে’ শিরোনামের গানটি মিউজিক ভিডিও আকারে প্রোটিউন এর
ইউটিউব চ্যানেলে আজ বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে রিলিজ হয়। গানটির গীতিকার ও সুরকার খোয়াজ মিয়া।
সংগীত আয়োজন করেছেন শোভন রায়। প্রোটিউন-এর তত্বাবধানে নিমিত হয়েছে মিউজিক ভিডিওটি।
গানটি রিলিজ প্রসঙ্গে লাভলী দেব বলেন, সিলেট অঞ্চলের এই লোকগানটি আমার ভীষণ পছন্দের একটি গান।
গানটি রেকর্ড করতে পেরে অসম্ভব ভালো লাগছে। আশাকরি শ্রোতাদেরও ভালো লাগবে গানটি।
নতুন গানটি নিয়ে বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক একাউন্টে পোস্টও দিয়েছেন সংগীত শিল্পী লাভলী দেব। লিখেছেন, ‘লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানে, আমার বন্ধু মহাযাদু জানে।’ নিজের ভালোলাগার কথা উল্লেখ করে প্রোটিউন-এর সত্বাধিকারী প্রশেনজিৎ ওঝাসহ গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
নির্জন