আন্তর্জাতিক ডেস্ক
                                  
              তাজমহলের সেই ‘রহস্যময়’ ২২ বন্ধ দুয়ার খোলার বিজেপি নেতার অনুরুধ খারিজ করে দিয়েছেন এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্মৌ বেঞ্চ। 
ওই ২২ কক্ষের ভেতরে হিন্দু দেবদেবীর মূর্তি আছে কি না তা তদন্ত করে প্রকাশের জন্য ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব শাখার মিডিয়া ইনচার্জ রজনীশ সিং আদালতে আবেদন করেন।
তবে, এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্মৌ বেঞ্চ বৃহস্পতিবার (১২ মে) সেই আবেদন খারিজ করে দিয়েছেন। এর ফলে তাজমহলের সেই বন্ধ ২২ কক্ষের দরজা বন্ধই থাকছে। 
তাজমহল মূলত ‘তেজো মহালয়’ নামে একটি মন্দির এমন দাবি করে রজনীশ সিং বলেছিলেন, তাজমহল নিয়ে বহু পুরনো বিতর্ক রয়েছে। এই ঐতিহাসিক নিদর্শনের ভিতরে ২০টি ঘর তালাবন্ধ। কাউকে সেখানে ঢুকতেও দেওয়া হয় না। মনে করা হয়, সেই ঘরগুলিতে হিন্দু দেবদেবীদের মূর্তি ও সনাতন ধর্মের পুরনো গ্রন্থ লুকানো রয়েছে। 
ফলে এই বিজেপি নেতা আদালতে আবেদন করেছিলেন ওই ২২ কক্ষের ভেতরে হিন্দু দেব–দেবীর মূর্তি আছে কি না, সেটা ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে তদন্ত করে প্রকাশ করুক। 
উল্লেখ্য, তাজমহলের সুরক্ষার দায়িত্ব এখন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার হাতে। ১৯৮২ সালে ইউনেসকো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে।
এইচএ /এএল
									
                              
                  
                    
                  
                    
                      ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন