• ঢাকা শনিবার
    ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, ভাঙলো সব রেকর্ড

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০২:৪০ এএম

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, ভাঙলো সব রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম । স্থানীয় মার্কেটে তেজাবী স্বর্ণের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহসভাপতি এমএ হান্নান আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘উন্নতমানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা

বাড়ানো হয়েছে। যার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৮ হাজার ৪১৩ টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ।’

এর আগে গত ৩ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়। অর্থাৎ ২৬ দিন পর আবারও মূল্যবান ধাতুটির মূল্য বাড়ল। বাজুসের ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর নির্ধারণ করা হয়েছে ৮৪ হাজার ৩৮৯ টাকা।

ভরিপ্রতি ১৮ ক্যারেট স্বর্ণের মূল্য বেড়েছে ৯৩৩ টাকা। নতুন দাম ধার্য করা হয়েছে ৭২ হাজার ৩১৭ টাকা। এছাড়া সনাতন স্বর্ণের মূল্য ভরিতে বৃদ্ধি পেয়েছে ৮১৭ টাকা। ধাতুটির দর ঠিক করা হয়েছে ৬০ হাজার ৩০৩ টাকা।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি রূপার মূল্য ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের দর ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন রূপার দাম ৯৩৩ টাকায় রয়েছে।

এআরআই

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ