• ঢাকা রবিবার
    ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বাংলালিংকের দুহাজার টাওয়ার কিনে নিলো সামিট টাওয়ারস

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০৮:০৬ পিএম

বাংলালিংকের দুহাজার টাওয়ার কিনে নিলো সামিট টাওয়ারস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবশেষে টেলিকম খাতে থমকে থাকা টাওয়ার অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হলো। প্রায় ১১শ কোটি টাকায় বাংলালিংকের দুহাজার টাওয়ার কিনে নিলো সামিট টাওয়ারস। সংশ্লিষ্টরা বলছেন, অধিগ্রহণের ফলে টাওয়ার ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে। সেই সঙ্গে শেয়ারিংয়ের মাধ্যমে নেটওয়ার্ক উন্নয়নে খরচ কমবে মোবাইল অপারেটরদের।

দেশের যততত্র টাওয়ার সংখ্যা কমিয়ে আনতে ২০১৮ সালে ৪ প্রতিষ্ঠানকে টাওয়ার শেয়ারিং লাইসেন্স দেয়া হয়। ওই সময় বলা হয়, চার প্রতিষ্ঠান উচ্চ ক্ষমতাসম্পন্ন নতুন টাওয়ার নির্মাণ করবে। একই সঙ্গে মোবাইল অপারেটরদের টাওয়ার অধিগ্রহণ করবে। আলাদা নয়, বরং একটি টাওয়ার শেয়ারিং করেই সেবা দেবে সব মোবাইল অপারেটর।

অথচ লাইসেন্স দেয়ার পর গত পাঁচ বছরে মোবাইল অপারেটররা সাড়া না দেয়ায় টাওয়ার অধিগ্রহণ থমকে ছিল এতোদিন। এতে কমার বদলে দেশে বেড়েছে টাওয়ার সংখ্যা। বর্তমানে প্রায় ৪৪ হাজার টাওয়ারের মাধ্যমে ১৮ কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে চার মোবাইল অপারেটর। এর মধ্যে প্রায় ২২ হাজার ২১২টি হচ্ছে মোবাইল অপারেটরদের, প্রায় ২১ হাজার ২৯৬টি টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠানের এবং ৫১৪টি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল)।

অবশেষে থমকে থাকা অধিগ্রহণ প্রক্রিয়ায় এগিয়ে এসেছে বাংলালিংক ও সামিট টাওয়ারস। ঢাকার চারপাশ এবং খুলনাসহ সারা দেশে দুহাজার টাওয়ার সামিটের কাছে বিক্রি করেছে বাংলালিংক।

এ বিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, 
এই মুহূর্তে সামিট আমাদের থেকে দুই হাজার টাওয়ার কিনে ফেলে। সেইগুলো আবার আমাদের ইজারা দিচ্ছে। এতে দেশের নতুন টাওয়ার নির্মাণ না করেও নেটওয়ার্ক কভারেজ বাড়বে। এক্ষেত্রে আমরা ১০০ মিলিয়ন ডলারের মতো অর্থের একটি চুক্তি করেছি।

টাওয়ার ব্যবসায় বর্তমানে ১৫ হাজার ৯৫৫টি সাইট নিয়ে শীর্ষে রয়েছে ইডটকো। বাংলালিংক থেকে দুহাজার টাওয়ার কেনায় সামিটের মোট সাইট সংখ্যা এখন সাড়ে চার হাজার। এছাড়া কীর্তনখোলা বাংলাদেশ লিমিটেডের রয়েছে প্রায় ৫৬৪টি এবং ফ্রন্টিয়ার টাওয়ারস বাংলাদেশের প্রায় ২৭৫টি।

অধিগ্রহণের ফলে টাওয়ার ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন,

আমরা চাই টেলকম কোম্পানিগুলোর কাছে টাওয়ার না থাকুক। সেক্ষেত্রে টাওয়ার কোম্পানির কাছে যদি এগুলো থাকে, তাহলে একই টাওয়ার চার মোবাইল অপারেটরই ব্যবহার করতে পারবে।

এর আগে, ২০১৫ সালে ৫ হাজার ২৫৮টি টাওয়ার ইডটকো বাংলাদেশ লিমিটেডের কাছে ২৫০ মিলিয়ন ডলারে বিক্রি করেছিল রবি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ