• ঢাকা সোমবার
    ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

র‌্যাবের হাতে ধর্ষক আরিফ গ্রেফতার

প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ১১:০৬ এএম

র‌্যাবের হাতে ধর্ষক আরিফ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নারী ধর্ষণ মামলার আসামি মো. আরিফ উদ্দিন (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার দিবাগত রাত ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প-৫ হে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেফতার কৃত আরিফ উদ্দিন শিবগঞ্জ পৌর এলাকার দেবীনগর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে। 

জানা গেছে, গ্রেফতার কৃত আরিফ দীর্ঘদিন ধরে এক নারীকে অবৈধ প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে ২০২১ সালের ১৪ ডিসেম্বর তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। আবারও আরিফ ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে। ভুক্তভোগী নারী আইনের আশ্রয় নিতে চাইলে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০২১ সালের ১৬ ডিসেম্বর শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প-৫ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির নেতৃত্বে রবিবার রাত সাড়ে ৮ টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড় হতে পলাতক আসামি আরিফকে গ্রেফতার করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরি জোবায়ের হোসেন জানান,গ্রেফতার আরিফ উদ্দিন কে দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



এফআইজে/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ