• ঢাকা রবিবার
    ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নজর কেড়েছে কল্পনার রোডের ঝাড়বাতি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ১১:৪৬ পিএম

নজর কেড়েছে কল্পনার রোডের ঝাড়বাতি

রাজশাহী ব্যুরো

প্রজাপতি সড়কবাতির পর এবার রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হলের মোড় থেকে তালাইমারি পর্যন্ত ফোরলেন সড়কে বসানো হচ্ছে আরও আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতি। যা নগরীর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তাই সবার নজর কেড়েছে কল্পনার রোডের সড়কবাতি। এর আলোয় রাতেও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন পথচারীরা।

সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নূর হোসেন তূষার জানান, ১২৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে মহানগরীর কল্পনা সিনেমা হল হতে তালাইমারী পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের আতওায় এই সড়ক ফোরলেনে উন্নীত করা হয়েছে। সড়কটি প্রশস্তকরণের পর এবার আধুনিক দৃষ্টিনন্দন পোল ও সড়কবাতি লাগানোর কাজ চলছে। 

রবিবার (১৩ মার্চ) থেকে সড়কটিতে আধুনিক সড়কবাতির দৃষ্টিনন্দন পোল বাসানোর কাজ শুরু হয়েছে। সড়কের আইল্যান্ডে বসানো হচ্ছে ১৩০টি আধুনিক সড়কবাতির দৃষ্টিনন্দন পোল। প্রতিটি পোলে থাকবে ১৩টি আধুনিক লাইট। এ ছাড়া সড়কের দক্ষিণপাশে বাঁধে স্থাপন করা হচ্ছে ১৮০টি গার্ডেন লাইট। অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে ও নিভবে। 

এরই মধ্যে সড়কবাতি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে মানুষের মাঝেও। কারণ এ রকম অত্যাধুনিক প্রযুক্তি ও ডিজাইনে সড়কবাতি রাজশাহীতে এই প্রথম। অনেকেই ফেসবুকে ছবি তুলে পোস্ট দিচ্ছেন। প্রশংসা করছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনেরও।

নগরীর বাসা রোড এলাকার বাসিন্দা আরাফাত রুবেল বলেন এক সময় রাজাদের অন্দরমহলে ব্যবহার করা হতো এ ধরণের বাতি। সেটি এখন রাজশাহীর সড়কের শোভা পাচ্ছে। এ যেন রাজকীয় রাজশাহী।

এ বিষয়ে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘'আমি সব সময় চেয়েছি এই নগরীকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে। কেবল আজকের রাজশাহী নয়, আগামী ৩০ বা ৪০ বছর পরে রাজশাহী কেমন হবে- সেটি মাথায় রেখেই সবকিছু করা হচ্ছে। রাজশাহী এখন দেশের সবচেয়ে সুন্দর নগরীতে পরিণত হয়েছে। এই সড়কটি রাজশাহীর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।’


এফআইজে/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ