• ঢাকা সোমবার
    ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

ক্যাচ মিসের মহড়ায় ভারত

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ১০:৩৩ পিএম

ক্যাচ মিসের মহড়ায় ভারত

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই স্নায়ু চাপের ম্যাচে ক্যাচ মিসের মহড়ায় অংশ নেন ভারতীয় ক্রিকেটাররা। 

ক্রিকেট পরাশক্তিশালী দল হিসেবে পরিচিত ভারত; আজ ৪টি সহজ ক্যাচ মিস করে। মূলত ২.৩ ওভারে ফখর জামানকে আম্পায়ার বাজে আউটের সিদ্ধান্ত দেওয়ার পর একের পর এক ক্যাচ মিস করতে থাকে ভারতীয় ফিল্ডাররা।

ইনিংসের প্রথম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ তুলে দেন শাহেবজাদা ফারহান। ডিপ থার্ডম্যানে থাকা অভিষেক শর্মার হাত ফসকে বলটি মাটিতে পড়ে যায়। ফারন মিড অনের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে শূন্য রানে জীবন পান।

৪.৪ ওভারে বরুণ চক্রবর্তীর বলে সুইফ করার চেষ্টা করেছিলেন পাকিস্তানের সাইম আইয়ুব। তিনি শূন্য রানে আউট হতে পারতেন। কিন্তু কুলদীপ যাদব শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ মিস করেন। বলটি তার হাত ফসকে বেরিয়ে যায়। 

৭.৩ ওভারে বরুণচক্রবর্তীর বলে ক্যাচ মিস করেন অভিষেক শর্মা। শাহিবদাজা ফারহান ছক্কা মারা চেষ্টা করেন। বাউন্ডারির কাছে ফিল্ডিং করা অভিষেকের হাত ফসকে বলটি বের হয়ে বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে। ৩০ রানে দ্বিতীয় দফায় লাইফ পান শাহিবজাদা ফারহান।

১৮.৫ ওভারে জসপ্রিত বুমরাহর বলে মিড উইকেটে ক্যাচ মিস করেন শুভমান গিল। আগের বলে ছক্কা হাঁকানো ফাহিম আশরাফ ৬ রানে নতুন জীবন পান।

আর্কাইভ