• ঢাকা সোমবার
    ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শেরপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২, ০৭:৫২ পিএম

শেরপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

শেরপুরে ডেঙ্গু জ্বরসহ নানা অসুখে মজিবর রহমান (৭০) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান তিনি। মজিবর রহমান সদরের চরশেরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বালুরঘাট এলাকার বাসিন্দা মজিবর রহমান গত ১৬ নভেম্বর জ্বরে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। পরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু পজেটিভ হয়। এরপর মজিবর রহমানকে ডেঙ্গু ও আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়। ডেঙ্গু জ্বর ছাড়াও তার শ্বাসকস্ট, ডায়াবেটিসসহ নানা রোগ ছিল। পরে চিকিৎসাধীন থাকাবস্থায় শুক্রবার রাতে মৃত্যু হয় তার।  

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) খায়রুল কবীর সুমন বলেন, এ বছর শেরপুর জেলায় প্রথম ডেঙ্গু রোগী হিসেবে তিনি মারা গেলেন।

জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জসিম উদ্দিন বলেন, জেলায় ডেঙ্গু রোগী অনেক কম, আমরা সচেতনতার জন্য ভালো আছি। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১১ জন। এরমধ্যে বেশিরভাগ রোগীই ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে গ্রামের বাড়িতে এসেছে।

 

এসএই/এএল

 

আর্কাইভ