• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে বালির নিচ থেকে ২৪ লাখ টাকার জালনোট উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ০৪:৪৮ পিএম

ময়মনসিংহে বালির নিচ থেকে ২৪ লাখ টাকার জালনোট উদ্ধার

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়।

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘরে বালির নিচে লুকিয়ে রাখা ২৪ লাখ টাকার জালনোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার রাজিবপুর ইউনিয়নের বৃদেবস্থান গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই এলাকার মৃত আক্কাস আলীর ছেলে মো. আবুল কাশেম (৭০) ও ১০ এবং ১১ বছর বয়সী তার দুই নাতি।


ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাছিনুর রহমান জানান, সকালে পৌর শহরের একটি মুদি দোকানে যায় ওই দুই শিশু। এক কেজি গুড় ও সাবান কিনে একটি এক হাজার টাকার নোট দোকানদারকে দেয় তারা। দোকানি নোটটি হাতে নিয়ে জাল মনে হলে আশপাশের লোকজনদের ডাকেন। তারা এসে দুই শিশুর পকেট তল্লাশি করে আরও ৯০টি এক হাজার টাকার জালনোট উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের নিয়ে রাজিবপুর ইউনিয়নের বৃদেবস্থান গ্রামে যায়। সেখানে আবুল কাশেমের ঘর তল্লাশি করে বালির নিচে লুকিয়ে রাখা ২৪ লাখ টাকার জালনোট উদ্ধার করে। এসময় জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।


তিনি আরও জানান, আবুল কাশেমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সাজেদ/

আর্কাইভ