 
              প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ০৯:২৯ পিএম
-20221206092959.jpg) 
                 
                            
              পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে উসমান (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার সময় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ গ্রামে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান উসমান। মাছ ধরার এক ফাঁকে তিনি পানিতে ডুব দেন। আশপাশের লোকজন বেশ কিছুক্ষণ ধরে তাকে পরে উঠতে দেখতে না পেয়ে পরিবারসহ ফায়ারসার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশসহ ছুটে আসেন। এদিকে প্রায় আড়াই ঘণ্টা পর স্থানীয়দের সহায়তার তাকে উদ্ধার করে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের মাধ্যমে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মনিশা রায় তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সৌদিতে মায়ের মৃত্যুতে আশ্রয়হীন ৩ শিশু
তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম রাসেল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্সকে নিয়ে ছুটে যায়। ডাক্তার যেহেতু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাই মরদেহের প্রাথমিক সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
সজিব/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      