• ঢাকা শনিবার
    ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ১০:৩০ পিএম

ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

সিটি নিউজ ডেস্ক

ময়মনসিংহ থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাসচালক ও মালিকরা।

শনিবার (১০ ডিসেম্বর) নগরীর মাসকান্দা বাস টার্মিনাল ও ব্রিজ মোড়ে গিয়ে দেখা যায়, ঢাকাগামী সব বাস বন্ধ রয়েছে। তবে আন্তঃজেলা বাস সার্ভিস চালু রয়েছে। 

আরও পড়ুনঃ এবার জাপা’র এমপিদের পদত্যাগের আহ্বান বিএনপির

রোববার থেকে ময়মনসিংহ বিভাগে ঢাকামুখী বাস চলাচল বন্ধ – শেয়ার বিজ

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, গাড়ি ভাঙচুর বা ক্ষয়-ক্ষতির ভয়ে বাস মালিক ও চালকরা অনেকেই বাস বন্ধ রেখেছেন। তবে আমরা সবাইকে বাস চালু রাখতে বলেছি। এখন যদি কেউ বাস না চালু রাখে তাহলে আমাদের কিছু করার নেই। 

 

সাজেদ/এএল

আর্কাইভ