 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৫:৩৬ পিএম
 
                 
                            
              নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পর্যটকের পদচারণায় মুখর বান্দরবান। দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত পর্যটক আসায় খুশি সংশ্লিষ্টরা। এদিকে দর্শনার্থীদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় পুলিশ।
পার্বত্য জেলা বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম ও শীলবান্ধা ঝরনা। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক ছুটে আসেন দেবতাখুম ও ঝরনার সৌন্দর্য উপভোগে। কিন্তু জঙ্গিবিরোধী অভিযানের কারণে গত চার মাস ধরে রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় দর্শনীয় স্থানগুলোতে যেতে পারেননি পর্যটকরা। এতে থমকে যায় রোয়াংছড়িসহ জেলার পর্যটনশিল্প। কর্মহীন হয়ে পড়েন পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত গাইড, চালকসহ সংশ্লিষ্টরা।
                      
এনএমএম/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      