• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ০৬:৩০ পিএম

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কক্সবাজার প্রতিনিধি

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে মোটরসাইকেল। আজ বুধবার (১৫ মার্চ) সকালে কক্সবাজারের চকরিয়ার চিরিংগা হাইওয়ে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে মোটরসাইকেল। 

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজারের মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের আমতলী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একতা বাজার এলাকার আবু মুছার ছেলে মো. ইসমাইল সিদ্দিকী (৩৫) ও বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের আলমনগর এলাকার বশির আলমের ছেলে মো. আরমান ওরফে শাকিল (২৪)

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। চকরিয়ার বরইতলীর আমতলী নামক এলাকায় এসে একটি মোটরসাইকেলর সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক আরমান ওরফে শাকিল নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের আরেক আরোহী ইসমাইল সিদ্দিকীকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেয়া হয়েছে। নিহত দু’জনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

এএল/

আর্কাইভ