• ঢাকা বৃহস্পতিবার
    ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

গাবতলী বাস টার্মিনালে দ্বিগুণের বেশি ভাড়া আদায়

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ১১:৪৮ পিএম

গাবতলী বাস টার্মিনালে দ্বিগুণের বেশি ভাড়া আদায়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাবতলী থেকে উত্তরবঙ্গের ভাড়া ছিল ৫০০ টাকা। ঈদযাত্রায় এই ভাড়া বাড়িয়ে করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সরেজমিন গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, যাত্রীদের চাপ মাঝারি থাকলেও আকাশছোঁয়া বাসভাড়া। যাত্রীদের অভিযোগ, উত্তরবঙ্গের যেসব এলাকায় আগে ৪০০ থেকে ৫০০ টাকায় যাওয়া যেত, সেই ভাড়া এখন ১০০০ থেকে ১২০০ টাকা।

গাইবান্ধার যাত্রী সামসুর রহমান সিটি নিউজ ঢাকাকে বলেন, ‘যেভাবে ইচ্ছা সেভাবে ভাড়া নিচ্ছে কাউন্টারগুলো। সকালেও ভাড়া ছিল ৮০০ টাকা। এখন সেই ভাড়া বেড়ে হয়েছে ১ হাজার ২০০ টাকা। কাউন্টারগুলো বলছে, বিকেলে ভাড়া বেড়ে হবে ১ হাজার ৫০০ টাকা।’

কথা বলতে গেলে এসআই ট্রাভেলসের কাউন্টার কর্তৃপক্ষ রেগে গিয়ে বলেন, ‘বাসভাড়া কেন বেশি এটা আপনাকে বলতে হবে? এখন ঈদের সময় যেমনে ইচ্ছা তেমনে আমরা ভাড়া তুলব।’

আরেক কাউন্টার কর্মকর্তা আসাদ বলেন, ‘ভাই, ঈদের টাইম। এখন একটু কামায়া নিতাছি। আপনি চাইলে আপনার থেকে ২০০ টাকা কম নিব।’

সাংবাদিক পরিচয় গোপন রেখে কাউন্টারগুলো ঘুরে দেখা যায়, যার থেকে যেভাবে পারছে, সেভাবেই ভাড়া আদায় করছে কাউন্টারগুলো। পরিবার নিয়ে যারা টার্মিনালে এসে বিপদে পড়েছেন, তাদের থেকে ১ হাজার ২০০ টাকাই রাখা হচ্ছে। একা গেলে গুনতে হচ্ছে ৮০০ থেকে ১ হাজার টাকা।

যাত্রীদের অভিযোগ, এটা গাবতলীতে নতুন কিছু নয়। মনিটরিংয়ের নামে যাই হোক না কেন, দিনশেষে বাড়তি ভাড়া দিয়েই ঈদযাত্রা করতে হয় তাদের।

গাবতলী বাস টার্মিনালের এক কর্মী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘ভাই, ঈদের সময় ভাড়া দ্বিগুণ হয়–এইটা কে না জানে। মাঝেমধ্যে ম্যাজিস্ট্রেট আসে, দুই-একটা জরিমানা করে, তাতে কিচ্ছু যায়-আসে না। এইটা মনে করেন সব ঈদে হইছে, এইবারের ঈদেও হবে।’

 

জেকেএস/

আর্কাইভ