
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৯:০৩ পিএম
খুলনা খালিশপুর ১৫ নং ওয়ার্ডে শহীদ মিনারের জায়গা দখল করে হোটেল ব্যবসার অভিযোগে ১০ মে সকাল ১১ টায় সংবাদ সংগ্রহে একাধিক সাংবাদিক হামলার শিকার হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি নিজেকে রাজনৈতিক দলের সদস্য ও সাংবাদিক পরিচয় দিলেও তিনি সরকারি জমি দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে সরাসরি যুক্ত বলে স্বীকার করেছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, শহীদ মিনারের সরকারি জায়গা দখল করে হোটেল ব্যবসার অভিযোগে অনুসন্ধান করতে গিয়েছিলেন স্থানীয় দৈনিক প্রবাহ-এর সিনিয়র সাংবাদিক মামুন হাওলাদার। এ সময় ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও যশোর বার্তার সাংবাদিক পরিচয়দানকারী ওয়াহিদ হাসান তার ওপর অতর্কিত হামলা চালান।
ঘটনার ভিডিও ধারণকালে আরও দুই সাংবাদিক, আব্দুর রাজ্জাক ও শেখ শান্ত ইসলাম হামলার শিকার হন। ওয়াহিদ হাসান রাজ্জাকের মোবাইল ফোন ছিনিয়ে ফেলে এবং তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে।
ঘটনার বিষয়ে এলাকাবাসী শহিদুল ইসলাম বলেন, “গত তিন বছর ধরে শহীদ মিনারের জায়গায় অবৈধভাবে হোটেল নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছেন ওয়াহিদ হাসান এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আলী আজিম রানা।”
একই অভিযোগ করেন ১ নম্বর নেভি চেকপোস্ট মসজিদের খাদেম। তিনি জানান, মাদরাসার বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহারের বিষয়েও অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত ওয়াহিদ হাসান স্বীকার করেন, “আমি হোটেল ভাড়া দিচ্ছি, আমি ওয়ার্ড বিএনপির সদস্য এবং সাংবাদিক। কার কী করার আছে, তোমরা যা পারো করে দেখো।”
খালিশপুর থানার (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “হাতাহাতির ঘটনা ঘটেছে। দুই পক্ষই অভিযোগ করেছে সততা যাচাই করে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে।