
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৮:৪৯ পিএম
খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তরকোলা ও কাটাখাল এলাকার শতাধিক ক্ষতিগ্রস্ত বাসিন্দা সোমবার (১২ মে) সকালে খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। সম্প্রতি ওই এলাকায় প্রায় ৬০টি বাড়ি ও দোকানে ভাংচুর, লুটপাট ও উচ্ছেদের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তারা রাষ্ট্রের কাছে নিরাপত্তা নিশ্চিতকরণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ৬০টি বাড়ি ও দোকান ভাংচুর-লুটপাট করে নিঃস্ব করে দিয়েছে আমাদের। আমাদের মাথা গোঁজার ঠাঁই টুকু কেড়ে নেওয়া হয়েছে। আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি, অন্যায় ভাবে ঘর বাড়ি ভাংচুর ও শিশু, মহিলা ও পুরুষের উপর হামলার ন্যায়বিচারের দাবি প্রশাসনের কাছে।
এ সময় বক্তব্য রাখেন কাজল রেখা, মোহাম্মদ কাজী, দিন ইসলাম শিকদার, নিহাল উদ্দীন শিকদার, লিঠু মীর, ওবাই মোল্লাহ, মজিদ শিকদার, জাহিদুল শিকদার, শওকত শিকদার, রত্মা বেগম, স্বপ্না বেগম, রাশিলা বেগম, সাবিনা বেগম, আখি বেগম ও ইব্রাহিম-সহ আরও অনেকে।