• ঢাকা বুধবার
    ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

দেশের মানুষ মুখিয়ে রয়েছে ভোট দেওয়ার জন্য : শামা ওবায়েদ

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১০:৩১ পিএম

দেশের মানুষ মুখিয়ে রয়েছে ভোট দেওয়ার জন্য : শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ফ্যাসিবাদ সরকারের সময়ে যারা আয়না ঘরে বন্দি ছিল, যারা গুম হয়েছে সেই সব পরিবারগুলো যেন বিচারপাই সেই দাবি রাখছি অন্তবর্তী সরকারের কাছে। তিনি বলেন, দেশের ১৭ কোটি মানুষ মুখিয়ে রয়েছে ভোট দেওয়ার জন্য। ‌বিশেষ করে নতুন ভোটার যারা যুবক তারা এ পর্যন্ত ভোট দিতে পারেনি। এইজন্য আমরা সরকারকে বলবো অবিলম্বে একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। এই নিয়ে কোন ছিনিমিনি আমরা বরদাস করব না।

মঙ্গলবার বিকেলে ৫ আগস্ট স্মরণে প্রথমে নগরকান্দা উপজেলা বাজারে এরপর সালথা উপজেলা বাজারে বিএনপির আয়োজনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপুর্তিতে বিজয় র‍্যালির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

দুটি উপজেলায় বিজয় র‍্যালি পূর্ব সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপি নেতা ছিদ্দিকুর রহমান তালুকদার, আসাদ মাতুব্বর প্রমূখ।‌

পরে সমাবেশ শেষে শামা ওবায়েদ ইসলাম রিংকুর নেতৃত্বে বিজয় র‍্যালি বের হয়ে নগরকান্দা ও সালথা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ