
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০২:৪৩ পিএম
টানা বৃষ্টি আর দুযোর্গপূর্ণ আবহাওয়ার মধ্যেও পর্যটকে মুখর দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার। শুক্রবার (৩ অক্টোবর) সৈকতের লাবনী, সুগন্ধা, কলাতলীসহ সব পয়েন্টেই দেখা গেছে পর্যটকদের ভিড়।
পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে আনন্দে মেতেছেন তারা। উপভোগ করছেন সমুদ্রের অপরূপ জলরাশি। ঘুরে বেড়াচ্ছেন অন্যান্য স্পটগুলোয়।
হোটেল-মোটেলগুলোতেও উপচেপড়া ভিড়। পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা।
এদিকে ভ্রমণ নিষেধ্জ্ঞা তুলে দেয়ায় বান্দরবানের রুমায় অবস্থিত দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডংয়ে যাচ্ছেন রোমাঞ্চপ্রিয়রা। এছাড়া রাঙ্গামাটি ও খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতেও রয়েছে পর্যটকদের ভিড়। বিশেষভাবে সাজেকে দলে দলে ছুটছেন ভ্রমণপিপাসুরা।