• ঢাকা শুক্রবার
    ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

দুযোর্গপূর্ণ আবহাওয়ার মধ্যেও পর্যটকে মুখর কক্সবাজার

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০২:৪৩ পিএম

দুযোর্গপূর্ণ আবহাওয়ার মধ্যেও পর্যটকে মুখর কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

টানা বৃষ্টি আর দুযোর্গপূর্ণ আবহাওয়ার মধ্যেও পর্যটকে মুখর দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার। শুক্রবার (৩ অক্টোবর) সৈকতের লাবনী, সুগন্ধা, কলাতলীসহ সব পয়েন্টেই দেখা গেছে পর্যটকদের ভিড়।

পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে আনন্দে মেতেছেন তারা। উপভোগ করছেন সমুদ্রের অপরূপ জলরাশি। ঘুরে বেড়াচ্ছেন অন্যান্য স্পটগুলোয়।

হোটেল-মোটেলগুলোতেও উপচেপড়া ভিড়। পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা।

এদিকে ভ্রমণ নিষেধ্জ্ঞা তুলে দেয়ায় বান্দরবানের রুমায় অবস্থিত দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডংয়ে যাচ্ছেন রোমাঞ্চপ্রিয়রা। এছাড়া রাঙ্গামাটি ও খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতেও রয়েছে পর্যটকদের ভিড়। বিশেষভাবে সাজেকে দলে দলে ছুটছেন ভ্রমণপিপাসুরা।

আর্কাইভ