
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:২২ পিএম
জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গী হয়েছেন দেশের তিন রাজনৈতিক দলের পাঁচ নেতা। তাদের একজন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য থাকলেও বিশ্বমঞ্চে দেশকে একসঙ্গে প্রতিনিধিত্ব করার বিষয়টিকে বড় শক্তি হিসেবে দেখছেন তিনি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক ফেসবুকে এমন মন্তব্য করেন তিনি।
তাসনিম জারা পোস্টে লিখেছেন, ‘মতভেদ রাজনীতির স্বাভাবিক নিয়ম। মতপার্থক্য সত্ত্বেও একসাথে দাঁড়ানোর শক্তিই আমাদের আসল শক্তি।’
তিনি যোগ করেন, ‘এমন খুব কমই সুযোগ আসে যখন আমরা দল-মত নির্বিশেষে বিশ্বমঞ্চে বাংলাদেশকে উপস্থাপন করতে পারি। এই মুহূর্তের অংশ হতে পেরে আমি গর্বিত, যেখানে ভিন্নতার চেয়ে ঐক্যকে প্রাধান্য দেওয়া হয়, যেখানে আমরা বিশ্বকে দেখাই যে জনগণের প্রতি আমাদের যৌথ দায়িত্বই সর্বাগ্রে।’