• ঢাকা সোমবার
    ০১ ডিসেম্বর, ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

খুলনায় আদালত প্রাঙ্গণে দুই খুন, এখনও হয়নি মামলা

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ১০:০৫ এএম

খুলনায় আদালত প্রাঙ্গণে দুই খুন, এখনও হয়নি মামলা

খুলনা ব্যুরো

খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে দুই জনকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় আজ (১ ডিসেম্বর) সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। এই ঘটনার ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। দুই মরদেহের ময়নাতদন্ত করে পরিবারের কাছে আজ হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে খুলনা মহানগর দায়রা জজ ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে হাসিব হাওলাদার ও মো. ফজলে রাব্বি রাজন নামের দুইজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

নিহতের স্বজনরা জানান, একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তারা। আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন হাসিব ও রাজন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয়ে তারা মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

এদিকে গতকাল রাত ৯টার দিকে লবণচরা থানার জিন্নাহ পাড়ায় তাহের দর্জির মোড় এলাকায় কাজী সম্রাট নামের এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

খুলনায় একের পর এক হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় নগরবাসীর মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ