• ঢাকা শনিবার
    ২০ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২

পাটুরিয়া ফেরিঘাট স্বাভাবিক, পারাপারে নেই ভোগান্তি

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ০৯:০২ এএম

পাটুরিয়া ফেরিঘাট স্বাভাবিক, পারাপারে নেই ভোগান্তি

মানিকগঞ্জ প্রতিনিধি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে চলছে যাত্রী ও যানবাহন পারাপার। সড়ক-মহাসড়ক ও ঘাট এলাকায় যানবাহনের চাপ নেই বললেই চলে। এতে নেই পারাপারের ভোগান্তি।

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় গত তিন-চার দিন পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের তীব্র চাপ ছিল। সেই তুলনায় সোমবার (১৬ আগস্ট) পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ নেই। ঘাটে আসা মাত্রই যানবাহন ভোগান্তি ছাড়াই পার হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান।

এ দিকে পাটুরিয়া ৩ নাম্বার ঘাটে বেলা ১১টায় রজনীগন্ধা নামের ইউটিলিটি (ছোট) ফেরিতে উঠতে গিয়ে একটি পণ্যবাহী ট্রাক ফেঁসে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, অল্প সময়ের মধ্যে রেকার দিয়ে ট্রাকটিকে উদ্ধার করে ফেরিটি ছেড়ে দেয়া হবে।

রনি/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ