প্রকাশিত: মে ৫, ২০২১, ০৯:৫৭ এএম
অভিনেতা,
নির্মাতা তৌকীর আহমেদ এ পর্যন্ত সাতটি
চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার নির্মিত সর্বশেষ
মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ফুলিঙ্গ’ গত মার্চে মুক্তি
পায়। এবার জানা গেল
নতুন খবর। তৌকীর আহমেদ
প্রবাসীদের নিয়ে নতুন সিনেমা
নির্মাণ করবেন।
আসছে
ঈদে ওটিটি প্ল্যাটফরম বায়োস্কোপে মুক্তি-প্রতীক্ষিত ‘হালদা’ সিনেমা নিয়ে এক জুম
মিটিংয়ে তৌকীর জানালেন এই নতুন খবর।
মিটিংয়ে আরও অংশ নেন
নুসরাত ইমরোজ তিশা।
তৌকীর
আহমেদ বলেন, অনেক প্রবাসী রয়েছেন
দেশের বাইরে। যাদের জীবন গল্পের মতো।
ইচ্ছা রয়েছে তাদের জীবনের গল্প নিয়ে সিনেমা
বানানোর।
২০১৭
সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমাটি হলে মুক্তি পায়।
আসছে ঈদের প্রথম দিন
সিনেমাটি বঙ্গবিডির আয়োজনে ওটিটি প্ল্যাটফরম বায়োস্কোপে দেখানো হবে।
নাজমুল/এ মিজান/এম.
জামান