• ঢাকা সোমবার
    ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

করণ জোহরের সিনেমায় হলিউড অভিনেতা মিশেল

প্রকাশিত: জুন ৫, ২০২১, ০৩:৪৫ পিএম

করণ জোহরের সিনেমায় হলিউড অভিনেতা মিশেল

বিনোদন ডেস্ক

নেটফ্লিক্সের নতুন সিনেমা ‘থ্রি সিক্সটি ফাইভ ডেজ’। এ সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে রাতারাতি খ্যাতি পান ইতালিয়ান অভিনেতা মিশেল মরোন। এবার এই মিশেলকে দেখা বি-টাউনে।
      
এমনই খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যমগুলো। গণমাধ্যমগুলো জানায় খুব শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে ‘থ্রি সিক্সটি ফাইভ ডেজ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মিশেলের।

সম্প্রতি ইন্ডিয়া টাইমস তাদের এক প্রতিবেদনে জানায়, করণ জোহারের একটি সিনেমায় অভিনয় করবেন মিশেল। করণের ধর্ম প্রোডাকশনের হাত ধরেই বলিউডে অভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। তবে এ বছর শুটিংয়ে মিশেল ব্যস্ত থাকায় সিনেমাটি আগামী বছর নির্মাণ করা হবে বলেও যানায় সংবাদমাধ্যমটি। কথা রয়েছে এ সিনেমায় মিশেলের বিপরীতে বলিউডেরই একজন জনপ্রিয় নায়িকা অভিনয় করবেন। তবে রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমায় নায়িকা চরিত্রে কে অভিনয় করবে তা এখনও নিশ্চিত হয়নি। 

প্রসঙ্গত, দিন কয়েক আগে ‘থ্রি সিক্সটি ফাইভ ডেজ’-এর সিকুয়েল নির্মাণের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে শুটিংয়ে যোগ দিয়েছেন মিশেল এবং আন্না। সামনের বছরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির দ্বিতীয় কিস্তি।

মাহি/এএমকে
আর্কাইভ