• ঢাকা মঙ্গলবার
    ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে এনসিপির শুভেচ্ছা, ভালো রাজনৈতিক চর্চার কথা বললেন দুই দলই

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:৩৭ পিএম

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে এনসিপির শুভেচ্ছা, ভালো রাজনৈতিক চর্চার কথা বললেন দুই দলই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে ৫ সদস্যদের একটি প্রতিনিধি দল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে সোমবার (১ সেপ্টেম্বর) শুভেচ্ছা জানায়।

এ সময় এনসিপির পক্ষ থেকে সারজিস আলম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে দেন। পরে তারা মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এনসিপি নেতা সামান্তা শারমিন, আরিফুল ইসলাম ও মাইনুল ইসলাম।

মতবিনিময়ের পর প্রেস ব্রিফিংয়ে সারজিস আলম বলেন, শেখ হাসিনা শুধু গণতন্ত্র নয়, রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে দিয়েছে। মত-দ্বিমত থাকতে পারে, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে যত সংস্কার হয়েছে তা বিএনপির হাত ধরে হয়েছে। শহীদের প্রত্যাশা অনেক, তার মধ্যে একটি ভালো রাজনৈতিক সংস্কৃতি ঠিক রাখা। মাঠে আমরা যে যে মত ধারণ করি না কেন, এরপরও ভালো রাজনৈতিক সংস্কৃতি ধারণ করতে হবে। ভালো রাজনৈতিক সংস্কৃতি দিয়ে ফ্যাসিবাদী রাজনীতির বিলোপ ঘটাতে হবে। গণতান্ত্রিক সংস্কৃতির জয় হোক।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ