• ঢাকা শনিবার
    ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

করোনা কেড়ে নিল আরও একজনের প্রাণ, শনাক্ত ৮০

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০২:৫০ এএম

করোনা কেড়ে নিল আরও একজনের প্রাণ, শনাক্ত ৮০

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও একজেনর মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৬৫ জন।

সোমবার (১৭ জুলাই) রাতে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮২৫ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৬৫৭ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ১৬ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ। 

এছাড়া আগের দিন করোনা আক্রান্ত হয়ে একজন মারা যান। তবে রোববার কোনো প্রাণহানি হয়নি। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৪৯৪ জন। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

পরবর্তী সময়ে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃত্যু ২০০ ছাড়িয়ে যায়। এরমধ্যে ৫ ও ১০ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জন করে মারা যায়। এরপর গত ১৩ আগস্ট মৃতের সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর ২৮ আগস্ট মৃত্যু ১০০-এর নিচে নেমে আসে। ডেলটার পর করোনার নতুন ধরন ওমিক্রন আঘাত হানে।

 

জেকেএস/

আর্কাইভ