
প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৯:১৪ পিএম
ভারতের
পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন
ও সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়কে
সোমবার (১৭ মে) ভারতের
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) আটক করে। ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ও চলে যান সিবিআই
কার্যালয় নিজাম প্যালেসে, তিনি তাদের মুক্তি
অথবা তাকে গ্রেফতারের দাবি
জানান। শেষ পর্যন্ত ৫০
হাজার টাকার বন্ডে আটক চারজনের জামিন
দেয়া হয়েছে।
কোভিড
পরিস্থিতির কথা মাথায় রেখে
ভার্চুয়াল শুনানির আয়োজন করা হয়। ব্যাঙ্কশাল
আদালতে এই শুনানিতে আসামিদের
পক্ষে শুনানি করেন তৃণমূল সংসদ
সদস্য, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নারদ-কাণ্ডে বিরোধী
দল নেতা শুভেন্দু অধিকারী
এবং বিজেপি বিধায়ক মুকুল রায়কে কেন গ্রেফতার করা
হলো না, তা নিয়ে
প্রশ্ন তুলে আটককৃতদের জামিনের
আবেদন করেন তিনি। অন্যদিকে
সিবিআই পক্ষের আইনজীবী আটক চারজনকে জেল
হেফাজতে রাখার আবেদন জানান।
আদালতের
রায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল
সংসদ সদস্য সৌগত রায় বলেন,
‘ন্যায়বিচার হলো। আমরা আনন্দিত।
আমরা আইনের রাস্তায় লড়েছি। সিবিআই যা বলেছিল সব
বাজে কথা।’
মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় বেলা পৌনে ১১টা
নাগাদ ফিরহাদ হাকিমের বাড়ি থেকে পৌঁছেন নিজাম
প্যালেসে। শুনানি শেষ হওয়ার পর
বের হন পৌনে ৫টায়।
বকর/এম. জামান