• ঢাকা শনিবার
    ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৪৪ জনের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ১০:৪৩ পিএম

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৪৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার (২১ নভেম্বর) দুপুরে দেশটির পশ্চিম জাভা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে কয়েকশ মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিয়ানজুর এলাকা থেকে ১৮ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে ওই প্রদেশের শত শত বাড়িঘর ভেঙ্গে পড়েছে। ঘরবাড়ির নিচে চাপা পড়েছেন অনেকেই। তাদের উদ্ধারে অভিযান চলছে।

উল্লেখ্য, ২০০৯ সালে ইন্দোনেশিয়ার পাডাং এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ১ হাজার ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

আইএ/এএল

আর্কাইভ