 
              প্রকাশিত: জুন ৪, ২০২৪, ০৬:৩৪ পিএম
 
                 
                            
              এখন পর্যন্ত পাওয়া ভোটের বুথ ফেরত ফলাফলে দেখা যাচ্ছে যে, বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ জোট ভারতের পরবর্তী সরকার গঠনের দৌড়ে বেশ এগিয়ে রয়েছে।
অন্যদিকে, তাদের প্রতিপক্ষ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোট এক্ষেত্রে খানিকটা পিছিয়ে থাকলেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রূপে আবির্ভূত হয়েছে।
মোদীর এনডিএ জোট এখন পর্যন্ত মোট ২৯৪টি আসনে এগিয়ে রয়েছে, যার মধ্যে বিজেপি এককভাবে এগিয়ে আছে ২৪১টি আসনে।
অন্যদিকে, রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২৩২টি আসনে। এর মধ্যে কংগ্রেস এককভাবে এগিয়ে রয়েছে ৯৯টি আসনে।
ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে আরও কয়েক ঘণ্টা লেগে যেতে পারে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      