• ঢাকা সোমবার
    ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

নাটক নয়, শান্তি চান জেলেনস্কি

প্রকাশিত: মে ৪, ২০২৫, ১০:৩১ পিএম

নাটক নয়, শান্তি চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত তিন দিনের যুদ্ধবিরতিকে ‘নাটকীয়’ বলে প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তার বক্তব্যে উঠে এসেছে এক দৃঢ় বার্তা, এই যুদ্ধ শুধু কিছু দিনের জন্য থামানোর খেলা নয়, বরং প্রয়োজন একটি বাস্তব, দীর্ঘস্থায়ী সমাধান। যুক্তরাষ্ট্র সমর্থিত ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন জানিয়ে জেলেনস্কি স্পষ্ট করেছেন, শান্তি চাই, বিশ্বাসযোগ্য ও স্থায়ী শান্তি। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট, আনাদোলু।

শনিবার রাতে বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭ থেকে ৯ মে পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মস্কো। পুতিন এই প্রস্তাব দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে। তবে, জেলেনস্কি এই প্রস্তাবকে তীব্র ভাষায় নাকচ করেছেন এবং এটিকে ‘নাটক’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, ‘পুতিনের এই প্রস্তাব কোনো শান্তির উদ্যোগ নয়, এটি শুধু একটি কৌশল। তারা ৭ তারিখ পর্যন্ত হামলা চালাবে। এরপর ৯ তারিখ পর্যন্ত বিরতি নেবে এবং তারপর আবার হামলা শুরু করবে। জেলেনস্কি আরও বলেছেন, ‘মাত্র তিন দিন যুদ্ধ থামিয়ে কোনো বাস্তব শান্তি আলোচনা হয় না।’

তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘এই ৩০ দিন শান্তির জন্য একটি প্রকৃত সুযোগ হতে পারে।’

সে সঙ্গে তিনি বিদেশি রাষ্ট্রপ্রধানদের রাশিয়ার ৯ মে’র বিজয় দিবসের অনুষ্ঠানে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। এতে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ কটাক্ষ করে জেলেনস্কিকে উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

এদিকে রাশিয়ার রাতভর ড্রোন হামলায় কিয়েভের একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরজুড়ে গাড়িতে আগুন লেগেছে।

রোববার ইউক্রেনের সেনাবাহিনী ও কিয়েভ শহরের কর্মকর্তারা জানিয়েছেন, রাত ১১টার পর থেকে শুরু করে প্রায় এক ঘণ্টা ধরে কিয়েভ ও এর আশপাশের এলাকা এবং ইউক্রেনের পূর্বাঞ্চলজুড়ে বিমান হামলার সতর্কতা জারি ছিল।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ধ্বংস হওয়া ড্রোনের পড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে আগুন ধরে কিয়েভের ওবোলনস্কি ও স্ভিয়াতোশিনস্কি জেলায় আবাসিক ভবনে আগুন লাগে।

চেরকাসি অঞ্চলের গভর্নর ইহর তাবুরেতস টেলিগ্রামে বলেছেন, শনিবার রাতে রাশিয়ার ড্রোন হামলায় মধ্য ইউক্রেনের এই অঞ্চলে একাধিক অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই হামলা এমন সময়ে হলো যখন মস্কোতে ৮ থেকে ১০ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রদের বিজয় উদযাপনের প্রস্তুতি চলছে। এ সময় যুদ্ধ কার্যক্রম বন্ধ রাখা হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে ২০২২ সালে এই যুদ্ধ শুরু হয়।  

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ