• ঢাকা রবিবার
    ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মেয়েরা একা থাকলেই করে এই ৫টি গোপন কাজ! জানলে অবাক হবেন

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ০৩:১৬ এএম

মেয়েরা একা থাকলেই করে এই ৫টি গোপন কাজ! জানলে অবাক হবেন

লাইফস্টাইল ডেস্ক

মেয়েরা তাদের সৌন্দর্য নিয়ে সবসময়ই সচেতন৷ তাই বগল ঘামা কোনও মেয়েরই পছন্দ নয়৷
বিশেষজ্ঞদের পরামর্শ, আপনি যদি প্রচুর ঘামেন তবে ত্বকে ব্যাকটেরিয়া জমা হওয়ার কারণে আপনার শরীর এক ধরনের কটু গন্ধ তৈরি করবে। বগলের মতো ত্বকের ভাঁজে ব্যাকটেরিয়ার বৃদ্ধি সবচেয়ে বেশি হয়। এটি আপনার বগলে দুর্গন্ধের কারণ তৈরি করবে। সেইসঙ্গে চুলকানি এবং প্রদাহের দিকে নিয়ে যাবে ত্বকের সমস্যা। প্রতিদিন সাবান এবং জল দিয়ে বগল পরিষ্কার করলে তা ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে এবং এর বৃদ্ধি রোধ করবে। এতে ত্বকের সমস্যার ঝুঁকি কমবে এবং শরীর থেকে দুর্গন্ধ দূর হবে। একা থাকলেই মেয়েরা বগল বা গলায় পারফিউম ব্যবহার করেন৷ মাঝেমাঝে পরখ করে দেখেও নেন তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে কিনা...

 এছাড়া একা থাকলে তারা ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা করে৷ যেহেতু মেয়েরা অনেকটা বেশি সংবেদনশীল হয়, তাই কখনও কখনও ভভিষ্যতের কথা ভেবে তাদের চোখে জলও আসে৷

এছাড়া একা থাকলে তারা ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা করে৷ যেহেতু মেয়েরা অনেকটা বেশি সংবেদনশীল হয়, তাই কখনও কখনও ভভিষ্যতের কথা ভেবে তাদের চোখে জলও আসে৷

 মেয়েরা রাস্তায় বের হলে যেমনভাবে খুশি শুতে বসতে পারেনা৷ তবে একা থাকলেই তারা নিজের মনের মতো করে হাত পা ছ৷ড়িয়ে শুয়ে বসে থাকে৷

মেয়েরা রাস্তায় বের হলে যেমনভাবে খুশি শুতে বসতে পারেনা৷ তবে একা থাকলেই তারা নিজের মনের মতো করে হাত পা ছ৷ড়িয়ে শুয়ে বসে থাকে৷

 বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে মহিলারা আগে তাদের অন্তর্বাসটি খুলে ফেলে দেয়৷ এতে তারা অনেক স্বচ্ছন্দে থাকতে পারে৷

বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে মহিলারা আগে তাদের অন্তর্বাসটি খুলে ফেলে দেয়৷ এতে তারা অনেক স্বচ্ছন্দে থাকতে পারে৷

 একা থাকলে তারা তাদের মতো করে ঘুমতে পারে৷ কারণ সমাজের চোখরাঙানি তাদের আর স্পর্শ করে না৷

একা থাকলে তারা তাদের মতো করে ঘুমতে পারে৷ কারণ সমাজের চোখরাঙানি তাদের আর স্পর্শ করে না৷

আর্কাইভ