• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

কী এমন জিনিস ভিতরে যাওয়ার সময় শক্ত থাকে, আর বেরিয়ে আসার সময় নরম হয়ে যায়?

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০৩:৩৪ এএম

কী এমন জিনিস ভিতরে যাওয়ার সময় শক্ত থাকে, আর বেরিয়ে আসার সময় নরম হয়ে যায়?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের সাধারণ জ্ঞানের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। তবে সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়। ইন্টারভিউ যাঁরা নেন, তাঁরা আশপাশের জিনিস বা ঘটনা সম্পর্কেও প্রশ্ন করে থাকেন। যে প্রশ্নগুলো বেশ অদ্ভূত। কিন্তু একটু ভেবে উত্তর দিলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব। এখানে এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল।

 

১) প্রশ্ন: সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত?
উত্তর: সাঁওতাল বিদ্রোহ।

২) প্রশ্ন: রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয়?
উত্তর: তরল হাইড্রোজেন।

৩) প্রশ্ন: বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: প্রফুল্ল চন্দ্র রায়।

৪) প্রশ্ন: মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উত্তর: বীরভূম জেলায়।

৫) প্রশ্ন: ‘DGP’ পুলিশের পুরো নাম কি?
উত্তর: ডিরেক্টর জেনারেল অফ পুলিশ।

৬) প্রশ্ন: ওনাম কোন রাজ্যের বিখ্যাত উৎসব?
উত্তর: কেরালা (ফসল কাটার উৎসব)।

Image

৭) প্রশ্ন: ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয়েছিল কত সালে?
উত্তর: ১৯১১ সালে।

৮) প্রশ্ন: ইংরেজি বর্ণমালায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন বর্ণটি?
উত্তর: ‘‘E’ (আর কম ‘Q’)

৯) প্রশ্ন: কাউকে রক্ত দান করার পর সেই রক্ত কতক্ষণের মধ্যে পূরণ হয়ে যায়?
উত্তর: ২৪ থেকে ৪৮ ঘন্টা।

১০) প্রশ্ন: জানেন বিশ্বে প্রতি সেকেন্ডে কয়টি শিশু জন্ম নিচ্ছে?
উত্তর: ৪টি।

১১) প্রশ্ন: জানেন পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দিরটি কোথায় রয়েছে?
উত্তর: কলম্বিয়ার আঙ্কার ভাটে।

১২) প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগীত তারকা কে জানেন?
উত্তর: মাইকেল জ্যাকসন (৪২টি)।

১৩) প্রশ্ন: মানব শরীরের সবচেয়ে ছোট হাড় কোনটি?
উত্তর: কর্ণের অস্থি।

১৪) প্রশ্ন: এমন কী যার জন্ম জলে, কিন্তু জলেতে পড়লে সর্বনাশ?
উত্তর: লবণ।

১৫) প্রশ্ন: কী এমন জিনিস ভিতরে যাওয়ার সময় শক্ত থাকে, কিন্তু বেরিয়ে আসার সময় নরম হয়?
উত্তর: চুইংগাম (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়েছিল)।

 

বিএস/

আর্কাইভ