 
              প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৩:২৬ এএম
 
                 
                            
              হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
৩য় টার্মিনালের নির্মাণকাজের সুবিধার জন্য রাতে বন্ধ থাকবে বিমান উঠা-নামা। ৯
ডিসেম্বর থেকে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে তা। প্রতিদিন রাত ১২টা
থেকে সকাল ৮টা পর্যন্ত আট ঘণ্টা কোনো ফ্লাইট ওঠা-নামা করবে না। 
সংস্কারের কাজের জন্য এই সময়ে রানওয়ে
বন্ধ থাকবে। বুধবার (১০ নভেম্বর) বিমানবন্দরের নির্বাহী
পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে
বিষয়টি জানিয়েছেন। 
বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের
থার্ড টার্মিনালের নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে
বানানো হচ্ছে। ট্যাক্সিওয়ে বানানোর কাজ চলবে রাতে। তাই রাতে রানওয়ে বন্ধ থাকবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
(বেবিচক) সূত্র জানায়, প্রতিদিন আট ঘণ্টা করে রানওয়ে বন্ধ থাকাকালীন কোনো ফ্লাইট জরুরি
অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে। 
এ জন্য শাহজালাল বিমানবন্দরে শীতকালীন
ফ্লাইট সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। মধ্যরাতের পরের ফ্লাইটগুলোর সময়ে এই
পরিবর্তন আনা হয়। 
উল্লেখ্য, প্রতি বছর
নভেম্বর মাসে শীতকালীন ফ্লাইট সূচি অনুসরণ করা হয়। কারণ এই সময় রাত ২টা থেকে সকাল
৯টা পর্যন্ত ঘন কুয়াশা থাকে। ফলে রানওয়ে ‘ভিজিবিলিটি’ কম থাকে। এতে উড়োজাহাজের
অবতরণে সমস্যা হয়। যদি এই সময়ে কোনো ফ্লাইট জরুরি অবতরণ করার প্রয়োজন হয়, তাহলে
ফ্লাইটটি অন্য কোনো বিমানবন্দরে পাঠাতে হয়।
ইফাত
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      