• ঢাকা শনিবার
    ২০ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২

স্বাস্থ্যবিধি মানতে রাজধানীতে পুলিশের মাইকিং

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৭:৩১ পিএম

স্বাস্থ্যবিধি মানতে রাজধানীতে পুলিশের মাইকিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শীতের মাঝামাঝি সময়ে দেশে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। কিন্তু তাতে যেন কর্ণপাতই করছেন না সাধারণ মানুষ। তাই অনেকটা বাধ্য হয়েই মাইকিং শুরু করেছে পুলিশ।

বিধিনিষেধ মানার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাজধানীতে মাইকিং করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। পাশাপাশি রাজধানীর কিছু জায়গায় ভ্রাম্যমাণ আদালদের কার্যক্রম দেখা গেছে। দুপুরে শাহবাগ এলাকায় ডিএমপির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেন।

সকাল সাড়ে ১০টার দিকে সেগুনবাগিচা এলাকায় হ্যান্ডমাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানাতে দেখা যায়। যারা মাস্ক ছাড়া চলাচল করছে, তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন পুলিশ সদস্যরা।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন মাহমুদ আরেক পুলিশ সদস্যকে নিয়ে হেঁটে হেঁটে মাইকিং করছিলেন। তিনি বলেন, ‘সবাই যাতে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলে তা বাস্তবায়নে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। আমরা আজকে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করছি।

ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ জানান, বাজার বা শপিং মলে সবাই যাতে মাস্ক পরে, তা নিশ্চিতে প্রতিটি থানাকে নির্দেশনা দেওয়া হয়েছ। আগত ক্রেতাদের সচেতন করার পাশাপাশি মার্কেট কমিটি যাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা থানায় আগত সবাইকে মাস্ক পরা, স্যানিটাইজ করা এবং সোশ্যাল ডিসটেনস (শারীরিক দূরত্ব) মেনে চলার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছি। সচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হচ্ছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, ‘আমাদের প্রতিটি থানাই সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। নিয়মিত ডিউটির পাশাপাশি একটি টিম থানা এরিয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে টহল দিচ্ছে।

জেডআই/

 

 

আর্কাইভ