• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মৃত্যুহীন ২৩তম দিনে করোনা ২২

প্রকাশিত: মে ১৫, ২০২২, ০২:১৪ এএম

মৃত্যুহীন ২৩তম দিনে করোনা ২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্রমেই কমে আসছে করোনাভাইরাসের প্রকোপ। সে ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ জন। তবে ২৩তম দিনের মতো কেউ মারা যাননি করোনায়।

শনিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফলে মোট মৃত্যু আগে যা ছিল তাই রয়েছে। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১২৭ জন এবং শনাক্ত ১৯ লাখ ৫২ হাজার ৯৭৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৫৫ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ২২০ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৯৪৮টিঅ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৬৫টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৯৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

একই সময়ে প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৫৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

জেডআই/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ