• ঢাকা শুক্রবার
    ৩০ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

ফারদিন হত্যা মামলার ঘটনা এখনো বলার সময় হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৭:৫৮ পিএম

ফারদিন হত্যা মামলার ঘটনা এখনো বলার সময় হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলার বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। এই হত্যা মামলার ঘটনা এখনো বলার সময় হয়নি। পুলিশ কাজ করছে তারা যথাসময়ে এই মামলা রহস্য উন্মোচন করে গণমাধ্যমে জানাবেন।’

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজারবাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘তার পরিবারের অভিযোগগুলো আমরা আমলে নিয়ে কাজ করছি। ফারদিন হত্যার ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এই হত্যাকাণ্ডের আসামিদের আইনের আওতায় আনতে আমাদের পুলিশ কাজ করছে।’

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ফারদিন না কি মাদকাসক্ত ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা এখনো নিশ্চিত নয়। তার লাশ পোস্টমর্টেম করা হচ্ছে বা হবে । রিপোর্ট পেলে পরে এ বিষয়টি উঠে আসবে। এখন আপাতত এ বিষয়ে কিছু বলতে পারছি না।

 

এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ