
প্রকাশিত: মে ৯, ২০২৫, ১১:১১ পিএম
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে আবারও গোলাগুলি শুরু হয়েছে। বিবিসি উর্দু জানায়, পাকিস্তান শাসিত কাশ্মীরে মুজফ্ফরাবাদেও ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। দোকানপাটও বন্ধ।
বিবিসি বলছে , কুপওয়ারা জেলার করনার ও নঙ্গধারে, উরি আর পুঞ্চ জেলায় ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে গোলাবর্ষণ শুরু হয়েছে।
সংবাদ সংস্থা এএনআইকে উদ্ধৃত করে বিবিসি হিন্দি জানাচ্ছে, উরি অঞ্চলে গোলাবর্ষণের সঙ্গেই বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
পাঠানকোটে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন অনেকে। পাঞ্জাবের অমৃতসর, ফিরোজপুরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ।জানিয়েছেন বিবিসির সংবাদদাতা রবিন সিং রবিন।
এর আগে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা যিনি আজ সকালে জম্মু শহরে গেছেন, সেখান থেকে এক্স হ্যান্ডেলে লেখেন, “জম্মুতে ব্ল্যাক আউট হয়ে গেছে, পুরো শহরে সাইরেন বাজছে।
দ্বিতীয় একটি পোস্টে মি. আবদুল্লা লিখেছেন, “আমি যেখানে আছি সেখান থেকে মাঝে মাঝেই বিস্ফোরণে আওয়াজ শোনা যাচ্ছে। সম্ভবত ভারী গোলার আওয়াজ।"