• ঢাকা শুক্রবার
    ১৬ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা আন্দোলনকারীদের

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৮:৩৭ পিএম

দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা আন্দোলনকারীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ এর ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, এই সময়ে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

আজ কাকরাইল মোড়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন এ ঘোষণা দেন।

মি. উদ্দিন বলেন, "দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই। এই পর্যন্ত কোনো চিন্তা নাই বিষয়টা কী হবে? আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এখনো ডাকেনি। সুতরাং এই পরিস্থিতিতে ক্যাম্পাসের কোনো কার্যক্রম চলতে পারে না। সুতরাং আন্দোলনের অংশ হিসেবে আমরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে।"

আবাসন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তি, অগ্রাধিকার ভিত্তিতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করাসহ তিন দফা দাবিতে দুইদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলছে। অনেক শিক্ষকও এতে অংশ নিচ্ছেন।

গতকাল বুধবারের মতো আজ বৃহস্পতিবারও শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন। এর ফলে কাকরাইল থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সম্মুখের উভয় পাশের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। ফলে তীব্র যানজট তৈরি হয়েছে।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বিবিসি বাংলাকে জানিয়েছেন, “শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে এখনো আছে। আমরা যমুনার দিকে যাওয়ার দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়েছি।”

এর ফলে আশে-পাশের রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে বলে স্বীকার করেন মি. ফারুক।

গতকাল বুধবার থেকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। গতকাল যমুনা অভিমুখে লংমার্চের কর্মসূচিতে পুলিশ টিয়ার শেল, লাঠিচার্জ করলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।

তিন দফা দাবির সাথে পুলিশের হামলার বিচারও তারা দাবি করেছেন।

আর্কাইভ