
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৮:৫২ পিএম
ঢাকার সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র প্রশাসকের দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস।
ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
অধ্যাপক ইলিয়াস তার মূল পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির প্রশাসকের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ঢাকা কলেজের অধ্যক্ষ পদে চুক্তি শেষ হওয়া পর্যন্ত তিনি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির প্রশাসকের দায়িত্বে থাকবেন বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য যে, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে গত ১৬ই মার্চ ঢাকা কলেজ, ইডেন কলেজ, কবি নজরুল সরকারি কলেজসহ ঢাকার সাতটি সরকারি কলেজ নিয়ে `ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি` নামে স্বতন্ত্র আরেকটি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেয় অর্ন্তবর্তী সরকার।
শিক্ষার্থীদের দাবি মেনে সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো বা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রূপরেখা প্রণয়ন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটি।
প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের আগে কলেজগুলোর দায়িত্ব নিতে সম্প্রতি ইউজিসির পক্ষ থেকে একজন অধ্যক্ষের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়।
কিন্তু গত দুই মাসে সেটি না হওয়ায় গত শুক্রবার দাবি দাওয়া নিয়ে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সাত কলেজের শিক্ষার্থীরা।
এরপরেই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির প্রশাসক নিয়োগের ঘোষণা আসলো।