• ঢাকা বুধবার
    ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

জামায়াত ভোটের নামে ‍‍`জান্নাতের টিকিট বিক্রি করে‍‍` মানুষের সঙ্গে প্রতারণা করছে, অভিযোগ রিজভীর

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৯:৫৫ পিএম

জামায়াত ভোটের নামে ‍‍`জান্নাতের টিকিট বিক্রি করে‍‍` মানুষের সঙ্গে প্রতারণা করছে, অভিযোগ রিজভীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতে ইসলামী ভোটের নামে "জান্নাতের টিকিট বিক্রি করে" মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি‍‍`র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

"বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন, দাড়িপাল্লায় সামনে যদি ভোট দিলে পরে এটি আপনি বেহেশতের রাস্তা সুগম করলেন," অভিযোগ করেন মি. রিজভী।

"এইটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে, অন্ধকার যুগে করেছে। জামায়াতে ইসলাম কী আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে?," প্রশ্ন রাখেন তিনি।

জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল নভেম্বরে যে গণভোটের দাবি করছেন, সেটি তাদের ‘অন্য কোনো মাস্টারপ্ল্যান’ কি-না- এমন প্রশ্নও তুলেছেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

আর্কাইভ