প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১১:৪৪ পিএম
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এ রায় ঘোষণাকে কেন্দ্র করে আগের রাতে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাজধানী জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে দুর্বৃত্তরা। এ ধারাবাহিকতায় বাড্ডা এলাকায় ককটেলের বিস্ফোরণের পাশাপাশি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার সংবাদ শুনেছি। আগুন কীভাবে লেগেছে সে সম্পর্কেও আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা শুধু শুনেছি একটি বাসে আগুন লেগেছে।
এর আগে, সন্ধ্যায় রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে চলন্ত গাড়ি থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
পরে রাত ৯টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আর রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে।
মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে সোমবার। রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।
এদিকে নাশকতাকারীদের দেখা মাত্র গুলি করার আদেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। শেখ হাসিনার রায় ঘিরে রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে বিজিবি। সেনা-পুলিশ-র্যাবও আছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে।