প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০১:৪৫ পিএম
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
সেখানে একদল ছাত্র-জনতা শেখ মুজিবুর রহমানের বিধ্বস্ত বাড়ি ভাঙতে দুইটি এক্সকাভেটর নিয়ে গেছে। তবে সেনাবাহিনী ও পুলিশের বাধায় এক্সকাভেটরগুলো মূল সড়ক থেকে ভেতরে ঢুকাতে পারেনি। এ নিয়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে দুটি ট্রাকে করে দুটি এক্সকাভেটর ধানমন্ডি ৩২-এ আনা হয়। তবে তারা কোনো সংগঠনের বা দলের কিনা সেটি জানা যায়নি। পরে ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশমুখে ব্যারিকেড দিয়ে এক্সকাভেটর প্রবেশে বাধা দেয় পুলিশ। তখন এক্সকাভেটর দুইটি পাশের মেট্রো শপিং মলের সামনে রাখা হয়।
এরপর থেকে বিক্ষুব্ধরা ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশের চেষ্টা করছে। কিন্তু পুলিশ তাদের ভেতরে প্রবেশে বাধা দেয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়।
ঘটনাস্থলে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম উত্তেজিত ছাত্র-জনতাকে বোঝানোর চেষ্টা করেন। তখন ছাত্র-জনতার পক্ষ থেকে মাইকে বলতে শোনা যায়, প্রশাসন ধানমন্ডি ৩২ নম্বরের নিরাপত্তা দেওয়ার জন্য নয়, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। প্রশাসন আমাদের সময় হলে ভেতরে ঢুকতে দেবে। আমরা পুলিশের ব্যারিকেড ভাঙবো না।
এ সময় সেখানে শেখ হাসিনার দুটি কুশপুতুল পোড়ানো হয়। পাশাপাশি ছাত্র-জনতা স্লোগান দেয়, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ধানমন্ডি ৩২ ভেঙে দাও গুঁড়িয়ে দাও’।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও ছাত্র-জনতার সামনে মানবঢাল হয়ে দাঁড়ায়।